চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড


চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় আলাউদ্দীন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত আলাউদ্দীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের সলিম উদ্দীন মন্ডলের ছেলে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জক মোঃ রবিউল ইসলাম এই রায় প্রদান করেন। তবে, এই মামলায় অপর একজনকে খালাস প্রদান করা হয়।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবু জানান, ২০১৬ সালের ১৩ মার্চ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ধনীপাড়ায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে সাইকেলচালক আলাউদ্দীনের ব্যাগ তল্লাসি করে ৮টি বিদেশি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগাজিন উদ্ধার করে। এঘটনায় র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডিএডি মোফাজ্জল হোসেন মৃধা বাদি হয়ে শিবগঞ্জ মামলার দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মাসুদ রানা দু’জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার স্বাক্ষ্যগ্রহন ও শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দীনকে বেকসুর খালাস প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৬ মার্চ ২০২১