চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে  জেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় লাঠি খেলা উপভোগ করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. শংয়কর কুমার কুন্ডু, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলী, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ।
বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা প্রদর্শন করে-বাংলাদেশ লাঠিয়াল বাহিনী, কুষ্টিয়া। চর দখল, লাঠি নৃত্যসহ বিভিন্ন কসরত প্রদর্শন করে। লাঠি খেলা দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় ল্য করা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ মার্চ ২০২১