স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো দুই দিনব্যাপী উন্নয়ন প্রদর্শনী মেলা


স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে শেষ হলে দুই দিনব্যাপী উন্নয়ন প্রদর্শনী মেলা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড শংকর কুমার কুন্ডু, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ  আব্দুস সালাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার, জেলা ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি সংস্থার বিভিন্ন স্টলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র, প্রামান্যচিত্র ও উন্নয়নচিত্র তুলে ধরা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/  ২৮ মার্চ ২০২১