চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুস সালাম (৬২) ও  তার স্ত্রী রোকসানা বেগম (৫৫)নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের দামপুরা নামক স্থানে ভটভটি  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়।
নিহত আব্দুস সালাম হলো নাচোল উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত সেরাফত আলীর ছেলে।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে  রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের দামপুরা নামক স্থানে ভটভটি  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আব্দুস সালাকে মৃত ঘোষনা চিকিৎসক । এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী রোকসানা বেগম গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রোকসানা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোকসানা মৃত্যু হয়।
এ বিষয়ে রহনপুর  তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল বারী জানান,  কোন অভিযোগ না থাকায়  লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট মরহদহ হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ মার্চ ২০২১

,