২৫ মার্চের ভয়াল কালরাতের গণহত্যা দিবসে জেলাজুড়ে আলোচনা সভা, শহীদদের স্মরণে মমবাতি প্রজ্জ্বলন


চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনের ভয়াল কালরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা চালিয়ে গণহত্যা চালায়।
গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন, কালোব্যাজ ধারণ, রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট, শহীদদের স্মরণে নীরবতা পালন ইত্যাদি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। আরো বক্তব্য দেন- সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আবদুস সামাদ ও মনিম উদ দৌলা চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্য সাইদুর রহমান। এ সময় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বক্তারা ২৫ মার্চ কালরাতের ঘটনা প্রবাহ তুলে ধরেন এবং বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বর হামলা চালিয়েছিল, যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল তা ইতিহাসে বিরল। 


এদিকে কালরাতের শাহাদত বরণকারী শহীদদের স্মরণে সন্ধ্যায় শহীদ স্মৃতিফলকে মমবাতি প্রজ্জ্বলন করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুব মহিলা লীগের সভানেত্রী ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হকসহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যদিকে সকালে চাঁপাইনববাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল আলোচনা সভা করে। উপাচার্য প্রফেসর ড. রাশেদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের এমডি বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। বক্তারা বলেন পাকিস্তানের শাসক গোষ্ঠী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে একদিনেই লাধীক মানুষকে হত্যা করে। তারা ইতিহাসের নৃশংসতম হত্যা যজ্ঞ চালায়।
এদিকে জেলা ছাত্রলীগ দিবসটি স্মরণে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চের সামনে গণহত্যার জন্য পাকিস্তানকে মা চাওয়ার দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণহত্যা দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও শিবগঞ্জ ফাজিল মাদরাসার অধ্য জোবদুল হকসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
শেষে গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
নাচোল


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিাপ্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের উপস্থাপনায় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ ঝালু খান, নাচোল থানার ওসি সেলিম রেজা, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, মাধ্যমিক শিা অফিসার আফম হাসান ও সহকারী মাধ্যমিক শিা অফিসার দুলাল উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম।
গোমস্তাপুর


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস।
ভোলাহাটে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় গনহত্যা দিবস উৎযাপন উপল্েয আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমানের সভাপতিত্বে সভাকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অতিরিক্ত কমিশনার( ভূমি) শেখ মেহেদি ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ,থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈমুর রহমান,শিা অফিসার এসএম মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, মুক্তিযোদ্ধা,শিা প্রতিষ্ঠানের প্রধান শিকগন, বিভিন্ন স্তরের নারী নেতৃত্ব ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ ২০২১





, , , ,