পাগলা নদীতে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্র নেহালের



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর কলেজ সংলগ্ন পাগলা নদীতে ডুবে সোমবার এক কলেজ ছাত্র মারা গেছে। মারা যাওয়া ছাত্রের নাম আতিফ মোহাম্মদ নেহাল (১৮)। সে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার কাপড়পট্টির সানাউল হকের ছেলে।
সূত্র জানায়, সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর কলেজে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশে নেহাল যোগদান করে। সে সমাবেশে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ছিলেন। বিকেলে কলেজ এলাকার পাগলা নদীতে সমাবেশে যোগদান করা কয়েকজন বন্ধুকে নিয়ে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
ওই সূত্র জানায়, নেহাল সাতার জানতো না।
নেহালের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট গভীর শোক প্রকাশ করেছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ মার্চ ২০২১