বাংলাদেশ প্রতিদিন’র একযুগপুর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত


জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন’র  একযুগ পদার্পণ উপলে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি রুহুল আমিন। বাংলাদেশ প্রতিদিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, তরুণ নারী উদ্যোক্তা নাজনীন ফাতেমা জিনিয়া। শেষে কেক কাটেন অতিথিবৃন্দ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ মার্চ ২০২১