টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জে জেলা শিল্পকলা একাডেমী ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী চলা মানব্বন্ধনে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান, জেলা উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম ফারক, জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক ও শিল্পী আলাউদ্দিন আলী, জেলা শিল্পকলার নাট্য প্রশিক হাসানুজ্জামান, নৃত্য শিল্পী জেনাউর রহমান, ফাতেমাতুজ জোহরা।
মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার খন্দকার রেদোয়ানা ইসলাম ইলুর হত্যাকারী তার স্বামীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ মার্চ ২০২১
কালচারাল অফিসার খন্দকার রেদোয়ানা’র হত্যাকারীর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন