গোমস্তাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত


নানা কর্মসূচির মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ভোরে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্ত্বরস্থ শহীদ স্মৃতি স্তম্ভে ও বঙ্গবন্ধু মুরালে পুস্প অর্পন, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি’র সমন্বয়ে কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,শহীদ পরিবারবর্গদের উপহার প্রদান, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনসহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি সহ ইউপি চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৬ মার্চ ২০২১

,