মহারাজপুর ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলির চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্য আলহাজ্ব এজাবুল হক বুলির চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। রবিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যার নথি নং-২৮৪।
উপ সচিব মো. আবু জাফর রিপন স্বারিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, চেয়ারম্যান এজাবুল হক বুলির বিরুদ্ধে প্রকল্প কমিটির সভাপতি হিসাবে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, কাবিখা প্রকল্পের আওতায় ড্রেন ও স্লাব নির্মাণে অনিয়ম, কর্মদতা প্রকল্পের আওতায় গৃহীত প্রকল্পের সভাপতির নামে অর্থ উত্তোলনসহ অন্যান্য অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেয়।
সূত্র জানায়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাব অনুমোদিত হওয়ায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলির পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূণ্য ঘোষণা করা হলো বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে ওই সূত্র জানায়, চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ মার্চ ২০২১