চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প মেলার উদ্বোধন


তরুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি তাঁত বস্ত্র, হস্ত কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন এনডিসি মোহম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান, সহকারী কমিশনার রওশনা জাহান, চন্দন কর, ক্রীড়া সংগঠক আজমাল হোসেন, মশিউর রহমান মিঠু, মেলা পরিচালনা কমিটির সদস্য বেনজির আহমেদ, আব্দুল কাইউম, সোহাগসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবাসায়ী নেতৃবৃন্দ্বসহ শিল্প উদ্যোক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেলায় তাঁতবস্ত্র, কুটির শিল্প, কসমেটিকস, ফাস্টফুডসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের ৮০টি স্টল স্থান পেয়েছে। এর বাইরে মেলাকে দর্শনীয় করতে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডস। মেলা চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ মার্চ ২০২১