চাঁপাইনবাবগঞ্জে উপকারভোগী মা ও শিশুদের নিয়ে দিনব্যাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাস্তবায়িত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় উপকারভোগী মা ও শিশুদের নিয়ে দিনব্যাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপকারভোগী মা ও শিশুদের নিয়ে দিনব্যাপি এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাহিদা আক্তার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ আব্দুস সালাম ও জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
এ কর্মসুচীর আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রায় ১ হাজার ৫০০ জন মা ও শিশুকে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সুরা সামগ্রী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই হেলথ ক্যাম্পের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ মার্চ ২০২১