শিবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার র‌্যালি- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রদর্শনীগুলো পরিদর্শন করেন অতিথিরা। এবার প্রদর্শনীতে উপজেলা কৃষি অফিসসহ ১৫টি স্টল অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫ মার্চ ২০২১

,