চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবে চুরির ঘটনায় দু’ জন গ্রেফতার ॥ ল্যাপটপ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কাব সুপার মার্কেটের সামনের চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে উদ্ধার হয়েছে চুরি হওয়া চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক ও এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের দু’ টি ল্যাপটপ।
মঙ্গলবার বিকেলে ল্যাপটপ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া ফুডঅফিস মোড়ের আরমান আলীর ছেলে তোফাজ্জল ইসলাম তোতন ও দাউদপুর রোডস্থ স্বর্ণকারপাট্টির সৈয়দ মাসুদ হোসেন মানিকের ছেলে সৈয়দ নাজমুল ইসলাম জনি।
মামলার তদন্তকারী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবে চুরির ঘটনার পর পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল নিজস্ব সূত্রের তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মঙ্গলবার বিকেলে তোতন ও জনিকে ল্যাপটপসহ গ্রেফতার করে।
রাতে আসামীসহ ল্যাপটপ সদর থানায় সোপর্দ করেছে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের পেছনের দিকের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে ল্যাপটপ দুটি চুরি করে চোরেরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৩-২১