রাত পোহালেই শিবগঞ্জে ভোট হবে ইভিএমে


রাত পোহালেই আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচন । প্রথমবারের মতো শিবগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট দিবেন ভোটারেরা। এদিকে শনিবার নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ইলেট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম।
রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, দুপুরে শিবগঞ্জ পৌরসভার ১৫ টি কেন্দ্রের জন্য মোট ১৫৫টি ইভিএম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এরপাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব ও পুলিশ সদস্যরা কাজ করবেন।
নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ৩২ হাজার ৯’শ ৭৯ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৪৩২ জন ও ১৬ হাজার ৫৪৭ জন নারী ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-২১

,