চাঁপাইনবাবগঞ্জে বিদ্যার দেবী সরস্বতী পূজা পালিত


বিদ্যার দেবী সরস্বতী পূজা নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে পালিত হয়েছে। ধর্মমতে সরস্বতী জ্ঞান,বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক পঞ্চমী তিথিতে সরস্বতী আরোধনা করেন।
মঙ্গলবার সরকারি কলেজ চত্বরে স্থাপিত প্রতিমায় সকাল থেকে ভক্তরা প্রতিমা দর্শন, পূজা অর্চনাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেন।
পূজা উপলে মন্ডপস্থলে সনাতন একতা সংঘের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর শংকর কুমার কুন্ডু, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক কনক রঞ্জন দাস, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ব্যাংক কর্মকর্তা নূর-ই-আজম মোঃ খালেদ ইমতিয়াজ, সনাতন একতা সংঘের সভাপতি দীপিকা পাল ও সাধারণ সম্পাদক শুভশীল।
পূজায় সনাতন ধর্মাবলম্বী শিার্থী, শিকসহ তাদের অভিভাবকরা অংশ গ্রহণ করেন।
শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-২১