চাঁপাইনবাবগঞ্জে জাসদ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জাসদ ছাত্রলীগের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম সুজন, জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, ও জেলা নারী জোটের সভাপতি শারমিন সুলতানা সুমা ও নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তনু খান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০১-২১
চাঁপাইনবাবগঞ্জে জাসদ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত