শিশু রোহান হত্যাকান্ডের ঘটনায় এক শিশু পুলিশ হেফাজতে

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের খোলা সেপটিক ট্যাংকিতে ফেলে শিশু রোহান হত্যাকান্ডের ঘটনায় এক শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেয়া ওই শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগের বাসিন্দা। 

চাঁপাইনবাবগঞের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গত ৩১ ডিসেম্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার নির্মাণ শ্রমিক সুজন আলীর তিন বছরের শিশু পুত্র রোহান নিখোঁজ হয়। রোহানের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ধরে শনিবার রাত ৮টার দিকে রোহানের মরদেহ হাসপাতালের খোলা সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল হত্যাকান্ডে জড়িত ওই শিশুকে হেফাজতে নেয়।
ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহারের জন্য রোহানকে অপহরণের পর কোন একসময় রোহান অপহরণকারী ওই শিশুকে লাত্থি মারলে সে রোহানকে সদর হাসপাতালের পেছনে খোলা সেপটিক ট্যাংকির মধ্যে ফেলে দেয় বলে জানান, এএসপি মাহবুব।
এদিকে, শিশু রোহানের মরদেহ উদ্ধারের পর মসজিদপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/  ০৩-০১-২১