শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তলসহ ১জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কানসাট চামাবাজার সড়কের কলেজ মোড় এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাটের বড়গাছী এলাকার মৃত হারান আলী ছেলে শ্যামল মিয়া (৩৮)।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কানসাট চামাবাজার সড়কের কলেজ মোড় এলাকা অভিযান চালায়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ শ্যামলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১২-২০