মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারী গণগ্রন্থাগার আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার পাঠানপাড়াস্থ গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
গ্রন্থাগারিক মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.খোন্দকার ফরহাদ হোসেন, কলেজ শিক্ষক ড.মাসুমা খানম, চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর ড.ইমদাদুল হক, শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আহমেদ প্রমুখ। বক্তরা মহান মুক্তিযুদ্ধ ও মক্তিযুদ্ধের বই নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার ৪টি গ্রুপে ১৪ জন বিজয়ী ও চিত্রাংকন প্রতিযোগিতার ৩টি গ্রুপে ৮ জন বিজয়ীকে উপহার হিসেবে বই দিয়ে পুরস্কৃত করেন অতিথিরা। বিজয়ীদের সনদপত্রও দেয়া হয়।
এর আগে ড.অনীক মাহমুদ’র মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ও অনান্য বিভিন্ন ধরণের লেখা ও গ্রন্থাগারে প্রদত্ত ১১০টি বই নিয়ে গ্রন্থাগারের ড.অনীক মাহমুদ কর্ণার উদ্বোধন করেন লেখক নিজেই।তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১২-২০