স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতিকুল আলম রানা, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, শিবগঞ্জ পৌর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রনি, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি জিয়াউল হক জিয়া ও বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান লিটন।
মানববন্ধনে মৎস্যজীবি ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা অংশ নেয়।
ভাস্কর্য নিমার্ণের বিরোধীতাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০১-১২-২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন