করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শিবগঞ্জে মাস্ক বিতরণ

করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়নে শিবগঞ্জ উপজেলায় মাস্ক বিতরণ করা হয়েছে।
সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন শিবগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) আরিফা সুলতানা। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, শিবগঞ্জ উপজেলা স্কাউসের সম্পাদক রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ ও শিবগঞ্জ বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে স্কাউটরা করোনা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে করনীয় দিকগুলো মানুষের সামনে উপস্থাপন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১২-২০

,