শেষ হলো ৪ দিনব্যাপী গার্ল গাইডস্ প্রশিক্ষন

‘বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ৪ দিনব্যাপী গার্ল গাইডস্ প্রশিক্ষন কর্মশালার সমাপনী হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে গার্ল গাইডস্ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান।
বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশনের জেলা কমিশনার গৌরি চন্দ সিতু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার কবিতা চন্দ, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক রোকসানা আহ্মদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্থানীয় সম্পাদক শাহনাজ বেগমসহ অন্যরা।
প্রশিক্ষনে অংশ নেয় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় গার্ল গাইডস্ দল, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, আজাইপুর উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, আলীনগর উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল, কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল ও বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল।
৪ দিনব্যাপী এই গার্ল গাইডস্ প্রশিক্ষনে বাল্য বিয়ে রোধে নৈতিকতা বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এর সহধর্মীনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা জামান, বঙ্গবন্ধুকে জানি বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন নবাবগঞ্জ সরকারী কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, স্বপ্ন আকাশ ছোঁয়া বাস্তবায়ন বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, প্রাথমিক চিকিৎসা ও করোনা ভাইরাসের ২য় ধাপ প্রতিরোধে প্রশিক্ষন প্রদান করেন ডা. শতাব্দি মন্ডল, নৈপূণ্যসুচক ব্যাজ অর্জন ও টেন্ডার ফুট ব্যাজ অর্জনে প্রয়োজনীয় বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক রোকসানা আহমদ ও স্থানীয় সম্পাদক শাহনাজ বেগম। অগ্নি নির্বাপক বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিস প্রতিনিধি ও রাস্তায় চলাচল বিষয়ে স্থানীয় বিআরটিএ অফিসার প্রশিক্ষন প্রদান করেন। সদর উপজেলার মোট ১০টি বিদ্যালয়ের ৪০জন গার্ল গাইডস্ সদস্য প্রশিক্ষন গ্রহণ করেন।
উল্লেখ্য, গত শনিবার ৫ ডিসেম্বর শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১২৩-২০