নাচোলে র‌্যাবের অভিযানে উগ্রগামী বইসহ ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ৩টি উগ্রবাদী বইসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার (৩০’নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাচোলের টিকোইল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সানাউল্লাহ (৬৬), নিজামপুর এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে ফটিক (৫০) ও দোগাছি গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৩৪)।
মঙ্গলবার র‌্যাবের এক প্রেসনো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল  নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ৩টি উগ্রবাদী বইসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। প্রেসনোটে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা ২০২০ সালের  ৯’সেপ্টেম্বর নাচোল থানায় ২০০৯ (সংশোধনী-২০১৩) সালের সন্ত্রাস বিরোধি আইনে দায়েরকৃত ৭ নং মামলার পলাতক আসামী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-২০

,