শিবগঞ্জে ১ লাখ ৩২ হাজার ভারতীয় বিড়ি ও ২ কেজি গাঁজাসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ লাখ ৩২ হাজার পিস ভারতীয় তৈরি বিড়ি ও ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের হাঙ্গামী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বেনজির আহম্মেদ (৫০), দৌলতপুর ইউনিয়নের পিয়ালীমারী গ্রামের  মৃত আব্দুল আজিজের ছেলে মজিবুর রহমান (৫৮) ও বিনোদপুর ইউনিয়নের চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৬০)।
বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামস্থ ইসরাইল মোড় ও বটদ্বারা ব্রীজের উপর থেকে র‌্যাবের দুইটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জের গুপ্তমানিক গ্রামস্থ ইসরাইল মোড় থেকে নাককাটিতলা গামী পাঁকা রাস্তায় ছোট ব্রীজের উপর অভিযান চালায়। অভিযানে ১ লাখ ৩২ হাজার পিস ভারতীয় বিড়িসহ বেনজির ও মজিবুরকে হাতেনাতে আটক করা হয়।
এদিকে র‌্যাবের অপর অভিযানে শিবগঞ্জে একই ইউনিয়নের গুপ্তমানিক গ্রামস্থ বটদ্বারা ব্রীজের উপর অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ আলাউদ্দিনকে আটক করা হয়।
এ দুই ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১২-২০