চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৪ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষে কৃষক প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ডাল ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিসহ বিনাধান-১৪ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন বিনা মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিনার চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসানুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নজরুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলে ভু-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ও আবহাওয়াজনিত পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পানি সাশ্রয়ী বিনাধান-১৪এর ফলন তুলনামূলক বেশি হওয়ায় এ অঞ্চলে উপযোগী ফসল হিসেবে ভুমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালা শেষে কৃষকদের মাঝে বিনাধান-১৪ এর বীজ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-২০