শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ফুড অফিস মোড়স্থ শিশু একাডেমী ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার রওশন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, রংপুর ক্যাডেট কলেজের অব. অধ্যক্ষ ইসরাইল হক, মুক্তমোদলের মুশফিকুর রহমান, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম।
শেষে শহীদ বুদ্ধিজীবীগণের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে শেষ ৩টি গ্রুপে রচনা প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন অতিথিগণ। শহীদ বুদ্ধিজীবী দিবসের রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, ‘ক’ বিভাগে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর যুবাইদা নাহার(প্রথম), গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর দেবাশ্রিতা উরাঁও (২য়) ও গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ফাওজিয়া ফারিহা ছোঁয়া(৩য়)। ‘খ’ বিভাগে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর নূর এ- আশরাফী (প্রথম), ইফফাত জাকিয়া বর্ষা (২য়) ও তাসনিয়া অলিভ(৩য়)। ‘গ’ বিভাগে আদিনা ফজলুল হক সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর মোসা. মাশরুফা তাসনিম কেয়া(প্রথম), নবাবগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণীর মোসা. সাদিয়া হোসেন স্বর্ণা (২য়), রাজশাহী সরকারী সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহা. সিফাত হোসেন শিশির(৩য়)।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-২০
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা-পুরস্কার বিতরণ