মহানন্দা নদীর তীরে বধ্যভুমি স্মৃতিস্মারকের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর তীরে (পুরাতন সিএন্ডবি ঘাট) শ্মশান ঘাটে নবনির্মিত বধ্যভুমি স্মৃতিস্মারক উদ্বোধন করা হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নাম জানা অজানা শত শত শহীদের স্মরণ করে মোসবার বিকালে বধ্যভূমি’র উদ্বোধন করেণ সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  মইনুদ্দীন মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, ডাঃ গোলাম রাব্বানী, প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান,উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, যুবলীগনেতা মেসবাহুল জাকের জঙ্গী, জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
পরে বধ্যভুমি স্মৃতিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি’র উদ্যোগে বধ্যভূমি’র নির্মাণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-২০