শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কনের মাসহ চারজনকে ৮০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকায় বাল্যবিয়ের দায়ে ৪ জনকে ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাবিব্ব জানান, মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজার এলাকায় বাল্যবিয়ে হচ্ছে। এমন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মা এবং বিয়েতে সহযোগিতা করায় কনের ৩ খালুকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-২০