সীমান্তে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীমান্তে হত্যার প্রতিবাদে সোমবার চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বেলা ১১ টার দিকে শহরের পাঠানপাড়ার দলীয় কার্যালয় থেকে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল বারেক, জাহাঙ্গীর কবির, আনোয়ার হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মিম ফজলে আজিম ও সাবেক সাধারণ সম্পাদক আওয়াল আলী।
সমাবেশে হারুনুর রশিদ বলেন, ভারতের সঙ্গে একদিকে বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরেকদিকে সীমান্তে হত্যা এক সঙ্গে চলতে পারে না। বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ না থাকায় সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। সেই সাথে সীমান্ত হত্যার কঠোর সমালোচনা করে তা বন্ধের কর্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১২-২০