চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সংরক্ষিত আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি আব্দুল জলিল ও মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম।
দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিক সংবলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১২-২০