চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তি প্রদান
চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও দলিত হরিজন, অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদেও চেক বিতরণ করেন সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান, নাসরিন আখতার, উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দিন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৮ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার ও দলিত হরিজন গোষ্ঠির ৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-২০