চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগলা বিসিক শিল্পনগরী এলাকা থেকে ট্রাকের তেলসহ ৪জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের এসাহাকের ছেলে ফিরোজ (৩৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের অনীল করের ছেলে শ্রী মিঠুন (৩২), ট্রাক ড্রাইভার আলীনগর এলাকার রুসুদ্দিনের ছেলে আনারুল ইসলাম ও তার সহযোগী তাহেরপুর এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে তোহরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, শনিবার দিবাগত রাতে ট্রাক ড্রাইভার আনারুল ও তার সহযোগী তহরুল অন্য ট্রাক থেকে তেল চুরি করে ফিরোজ আর মিঠুনের ভুটভুটিতে নিয়ে যাবার সময় আলমগীর কটনমিলের শ্রমিকরা ফিরোজ ও মিঠুনকে ধরে ফেলে। কিন্তু ট্রাক ড্রাইভার আনারুল ও তহরুল পালিয়ে যায়। পরে রবিবার সকালে তারা তাদের ট্রাক নিতে আসলে তাদের আটক করে পুলিশকে খবর দেয় আলমগীর কটনমিলের শ্রমিকরা। দুপুরে পুলিশ গিয়ে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ট্রাকের তেল চুরি ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি মোজাফ্ফর হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-২০
নয়াগলা বিসিক শিল্পনগরী থেকে ট্রাকের তেলসহ ৪ জন আটক