উপরাজারামপুর মোড়ে বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় রুপচান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহত রুপচান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রবিবার বেলা ১২টার দিকে উপরাজারামপুর মোড়ে অটোরিকশা যোগে মাছের খাবার নিয়ে যাবার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা শিবগঞ্জগামী বিআরটিসি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রুপচান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর পুলিশ বাসসহ চালককে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-২০