চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের দলীয় সমর্থন চুড়ান্ত করলো বিএনপি

আগামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় বিএনপি ১৫ টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থীর দলীয় সমর্থন চূড়ান্ত করছে। আনুষ্ঠানিকভাবে এইসব প্রার্থীদের দলীয় সমর্থন জানিয়ে নাম ঘোষণা করা হয়েেেছ। শনিবার বিকেলে স্বপ্নীল কমিউনিটি সেন্টারে নাম ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ হারুন এমপি।
চাাঁইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রবিউল হক দোলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এরআগে দলীয় সমর্থন প্রত্যাশিদের আবেদনের পর দলীয় নেতা সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন নামগুলো ঘোষণা করেন। দলীয় সুত্র জানায়, কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষিত তালিকায় রয়েছেন, ১ নম্বর  সাধারণ ওয়ার্ডে বতর্মান কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, ২ নম্বর সাধারণ ওয়ার্ডে ইউসুফ আলী লাভলুু, ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এনামুল হক, যিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগাদানের পর আবার বিএনপিতে ফিরে এসেছেন, ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে দুরুল হোদা, ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আহসান হাবীব, ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল বারেক, ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে আব্দুল মান্নান, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ময়দুল ইসলাম, ৯ নম্বর সাধারণ ওয়ার্ডে হাসান ইকবাল, ১০ নম্বর সাধারণ ওয়ার্ডে মইন উদ্দিন বিশ্বাস, ১১ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাইদুর রহমান, যিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগাদানের পর আবার বিএনপিতে ফিরে এসেছেন, ১২ নম্বর সাধারণ ওয়ার্ডে সাইদুর রহমান, ১৩ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তসিকুল ইসলাম, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের  বিভিন্ন বহু উন্নয়ন সভায় অংশ নিয়েছে, ১৪ নম্বর সাধারণ ওয়ার্ডে শামীম আহমেদ ও ১৫ নম্বর সাধারণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাসিদুল হক নিখিল রযেছেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২,৩ নম্বর সংরক্ষিত আসনে মিনা বেগম, ৪,৫,৬ নম্বর সংরক্ষিত আসনে কারিমা আকতার বানু, ৭,৮,৯ নম্বর সংরক্ষিত আসনে বতর্মান কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, ১৩,১৪,১৫ নম্বর সংরক্ষিত আসনে নার্গিস জামানের নাম ঘোষণা করা হয়। তবে ১০,১১ ও ১২ নম্বর সংরক্ষিত আসে কেউ দলীয় ফরম সংগ্রহ না করায় এই আসনে কারো নাম ঘোষণা করা হয়নি।  


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১০-২০