ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রীপরিষদের সভায় সংশোধিত “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়া, চুড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, সাধারণ সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছ, পৌর সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুজ্জামান মাসুম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনাকে ঘিরে কতিপয় স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে চুড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-২০