সোনামসজিদ সীমান্তে পাথর বোঝাই ট্রাক থেকে মাদকদ্রব্যসহ ভারতীয় ড্রাইভার আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে এলাকায় ভারতীয় পাথর বোঝাই ট্রাক থেকে মাদকদ্রব্যসহ ভারতীয় এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হচ্ছে- ভারতের মালদাহ জেলার ইংলিশ বাজার থানার মালিহা ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শ্রী দিপক কুমার রায়ের ছেলে টোটন কুমার রায় (২৫)।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনামসজিদ সীমান্তের  তালতলা বাজার নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহনপুরস্থ ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি কমান্ডার সুবেদার ইসমাইল হোসেন এর নেতৃত্বে সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫/১০-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা বাজার নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি পাথর বোঝাই ভারতীয় ট্রাক সন্দেহ হলে তল্লাশী করে দুই বোতল ভারতীয় রয়েল স্টেগ হুইস্কি, ৭ বোতল ফেনসিডিল, ১ এমপুল নেশাজাতীয় ইনজেকশনসহ  ভারতীয়  ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। পরে ট্রাকসহ মালামল জব্দ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে আটক ভারতীয় ট্রাক, ট্রাক চালক ও মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-২০

,