শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটে পূজামন্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদ।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
মতবিনিময় সভায় মন্ডপ কমিটির নেতাদের মধ্যে বক্তব্য দেন শ্রী স্বপন কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটার্জি, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, পৌর আওযামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১০-২০
বটতলাহাটে পূজামন্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়