ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সাটু হলের সামনে সুশাসনের জন্য নাগরিক-সুজন এবং কলেজ গেটে জাতীয় যুবজোট কর্মসূচি পালন করে।
জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দোগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক পৌর মেয়র মাওলানা আবদুল মতিন, জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, জাসদ নেতা আব্দুল হামিদ রুনু, আবু হেনা বাবলু, গোলাম মোস্তফা সবুর, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি আব্দুল মজিদ, ছাত্রনেতা সরোয়ারদী,তসিকুল ইসলাম তনু, আসিফ ইয়াসির,।
এদিকে সুশাষনের জন্য নাগরিক (সুজন), চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ও সদর উপজেলা কমিটির উদ্দোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সুশাষনের জন্য নাগরিক (সুজন), চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি শিক্ষাবীদ মোঃ আসলাম কবির, জেলা কমিটির সভাপতি মনোয়ার হোসেন জুয়েল ও নারী নেত্রী শরিফা খাতুন বেবী।
দুটি মানববন্ধনেই বক্তরা বলেন, কঠোন আইনের অভাবে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। এ অবস্থায় কঠোর আইন প্রণয়ন জরুরী হয়ে উঠেছে। এছাড়াও মানববন্ধন থেকে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১০-২০