চাঁপাইনবাবগঞ্জে চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে পূজার আনুষ্ঠানিকতা শুরু

দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। বৃহস্পতিবার মহা ষষ্ঠীর মাধ্যমে জেলায় এবার ১৩৬ টি মণ্ডপে চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে শুরু হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। করোনা মহামারির কারণে এবারের দুর্গাপূজায় নেই তেমন আমেজ। দুপুরেই শেষ হবে দেবীর ষষ্ঠীবিহিত পূজা।
সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জনসমাগম এড়াতে দেয়া হয়েছে কয়েক দফা নির্দেশনা। গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, এবার মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শণ করতে হবে দর্শণার্থীদের। এছাড়াও মাস্ক পরিধান বাধ্যতামূলক, সন্ধ্যা ৬ টার পরে প্রতিমা দর্শণ বন্ধসহ ২৬টি বিধি-নিশেধের কথা মাথায় রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মন্ডপে মন্ডপে। এবার মন্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবকরা। তবে মন্ডমে মোতায়েন করা না হলেও পুলিশের টহলদল নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
আগামী সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১০-২০