নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৯৫ তম জন্মবার্ষিকী পালিত
কৃষকদের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী নাচোলের ‘রানী মা’ খ্যাত কমরেড ইলামিত্রের ৯৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে ইলামিত্রের জন্মবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির (আদিবাসি) মানুষসহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবায়দা নাসরীন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, জাগো নারী বহ্নি শিখা’র আহবায়ক ফারুকা বেগম, মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শিক্ষক মনোয়ারা খাতুন, নাচোল আদিবাসি একাডেমির সভাপিত যতিন হেমব্রম।
বক্তারা তেভাগা আন্দোলন ও কমরেড ইলমিত্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কিংবদন্তির এই নেত্রীকে ইতিহাসের পাতায় বাঁচিয়ে রাখার উপর গুরুত্বারোপ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-২০