মনকষা গণহত্যা দিবসে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাকহানাদার বাহিনীর দ্বারা বর্বরোচিতভাবে গণহত্যার শিকার শহীদদের স্মরণে ‘মনাকষা গণ্যহত্যা’ দিবস পালিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মনাকষা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শহীদ পরিবারের সন্তান রইসুদ্দিন আহমেদ রসুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সারোয়ার জাহান সেরফান, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছসেবক লীগের সহসভাপতি মো. ফাইজুদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান আপেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজান। সভা সঞ্চালনা করেন সাবেক যুবলীগ নেতা তৌহিদুল আলম টিয়া।
বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেদিনের ভয়াল দিনগুলোর কথা তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১০-২০

,