আতাহার নয়ানগরে ১০ হাজার বস্তা ধান মওজুদ রাখার দায়ে ১০ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ানগরের একটি গোডাউনে অবৈধভাবে ধান মওজুদ রাখার দায়ে সাদেকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ জারিমান অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এই দন্ডদেশ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিন মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম নয়ানগর এলাকায় ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লার কসিমুদ্দীনের ছেলে সাদেকুল ইসলামের গোডাউনে অভিযান চালায়। এসময় ২টি গোডাউনে ১০ হাজার বস্তায় ৮ শ ৫ মেট্রিক টন ধান মওজুদ দেখতে পায়। উপযুক্ত কাগজপত্র না থাকা ও অবৈধভাবে ধান ম

ওজুদ রাখার দায়ে সাদেকুল ইসলামকে দন্ডাদেশ প্রদান করা হয়। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, এনএসআই চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক মুর্শেদ আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে মওজুদ করা ৮ শ ৫ মেট্রিক টন ধান খোলা বাজারে বিক্রির আদেশ প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-২০


,