চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নাচোল উপজেলার বেনীপুর গ্রামের আবদুর রহমানের ছেলে নাচোল উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম (৫৩), নাচোল পৌর এলাকার মাদরাসা মহল্লার জান মোহাম্মদের ছেলে ও নাচোল পৌর জামায়াতের আমীর খলিলুর রহমান (৫৮), নাচোল বাসস্ট্যান্ড এলাকার দেরাস আলীর ছেলে ও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি রইস উদ্দিন (৪৮), পণ্ডিতপুর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জব্বার (৪০), বান্দ্রা মহল্লার ইয়াসিন আলীর ছেলে রুস্তম আলী (৫৫), মাস্টারপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫), উত্তর সাঁকোপাড়া মহল্লার এনামুল হকের ছেলে নাসিরুল্লাহ (২৫), সুখানদিঘী মহল্লার জার্জিস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৯) ও নাচোল ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নেস মোহাম্মদের ছেলে ইমরান আলী (৫০)।
পুলিশের দাবি গোপন বৈঠক করার অভিযোগে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিস্ফোরক পাাওয় গেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, শনিবার সকালে পৌর এলাকার বান্দ্রা গ্রামের একটি জামে মসজিদে গোপন বৈঠক চলাকালীন পুলিশ তাদের আটক করে। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-২০
নাচোলে জামায়াতে ৯ নেতাকর্মী আটক