শিবগঞ্জে পুলিশের ৩টি অভিযানে মাদকসহ ৫ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি অভিযানে ফেনসিডিল ও হেরোইনসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার কাগমারি গ্রামের মতিউর রহমান ফিটুর ছেলে  আজম (৩২) ও চাঁনপুর বকরীবাজার গ্রামের গাজলুর রহমানের ছেলে আ. আলীমকে (৩৫), উত্তর জগন্নাথপুর নয়াগ্রামের মৃত রেনুর ছেলে শফিকুল ইসলামকে (৩৮) ভোলামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে জামিল (৩৪) ও কাগমারী গ্রামের মৃত সেরাজুলের ছেলে শামিমকে (২৪)।
পুলিশ জানায়, শুক্রবার গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি অভিযানে চালায়। প্রথম অভিযানে দাইপুকুরিয়া থেকে হেরোইনসহ আজম ও আলীম কে আটক করে। অপর অভিযানে শফিকুল ইসলামকে রাতে দাইপুকুরিয়া থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে। অন্য আরেকটি অভিযানে জামিল ও  শামিমকে (২৪) ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
শিবগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের ফেসবুক থেকে এসব তথ্য জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-২০

,