নাচোলে ৯ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহষ্পতিবার ৯ দফা দাবিতে মানববন্ধন ও পথ সমাবেশ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন শেষে ডাকবাংলো চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকি ও সাধারণ সম্পাদক টুনু পাহান।
বক্তারা তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ ৯ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৯-২০


,