চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন > মেয়র পদে বিএনপির ৩ নেতার দলীয় ফরম সংগ্রহ

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ননের প্রত্যাশায় মেয়র পদে ৩ জন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন দলীয় ফরম সংগ্রহ করেন। আসন্ন পৌর নির্বাচনে একক প্রার্থী লড়াইয়ের জন্য গত রবিবার থেকে পৌর বিএনপির সিদ্ধন্ত অনুযায়ী  মেয়র ও কাউন্সিলর পদে দলীয় ফরম বিতরণ করে। যা গত মঙ্গলবার ফরম বিতরণ শেষ দিনে ৩ জন মেয়র পদে ফরম সংগ্রহ করেণ।
এরা হচ্ছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন,
শাহনেওয়াজ খান সিনা।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৯-২০