Sidebar Ads
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে । এই উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, সনাক জেলা সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ অন্যরা। ‘সংকটকালে তথ্যে পেলে-জনগনের মুক্তি মেলে, তথ্য অধিকার-সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্যে সভায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজশাহী বিভাগের ৮ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, পুলিশ, সমাজের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীদের নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা হয়। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবির খোন্দকার। অবাধ তথ্য প্রবাহের যুগে বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে তথ্য প্রাপ্তি সহজ করার জন্য প্রশাসনের আন্তরিকতা কামনা করেন। সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, সনাক সদস্যসহ বিভিন্ন সংগঠনের প্র তিনিধিরা অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-২০

Powered by Blogger.

Tags

Categories

Categories

Advertisement

Main Ad

International

Auto News

Tags

Chapainawabganjnews

Popular Posts

Popular Posts