চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে শনিবার আরো একজন যুক্ত হয়েছেন। মৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৭০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা গ্রামের করিম মোল্লার ছেলে। করোনা আক্রান্ত হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আবু বক্কর সিদ্দিক।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম মুন জানান, গত ১৭ আগস্ট আবু বক্কর সিদ্দিকের করোনার নমুনা সংগ্রহ করা হয়। গত ২১ আগস্ট তার পজিটিভ রিপোর্ট আসে। গত ২২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসতপালের করোনা ইউনিটে ভর্তি হন।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ১৪ দিন ধরে চিকিৎসা নেয়ার মাথায় তার অবস্থার অবনতি হলে শনিবার রাত চার টার দিকে আবু বক্কারের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-২০
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মহাডাঙ্গার আবু বক্কর