রাজশাহী রেঞ্জের ডিআইজিকে বদলিজনিত সংবর্ধনা জেলা পুলিশের
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তারা।
উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-২০